ঘুস : চাকরি খোয়ালেন হাইলাকান্দির কনস্টেবল

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ঘুস নেওয়ার দায়ে চাকরি হারালেন হাইলাকান্দির এক পুলিশ কর্মী। বুধবার হাইলাকান্দি জেলা পুলিশের হেড কনস্টেবল রূদ্র সিংহকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন পুলিশ সুপার লীনা দোলে। বিভাগীয় তদন্ত শেষে তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার। কিছুদিন ধরে নিলম্বিত ছিলেন রূদ্র সিংহ। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, হাইলাকান্দি জেলার অসম-মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর থানায় কর্মরত ছিলেন তিনি। এর আগে দীর্ঘ দিন তিনি জেলা সদরে ট্রাফিক বিভাগে কাজ করেছেন।

রামনাথপুরে কর্মরত অবস্থায় গত ২৬ এপ্রিল তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে মিজোরাম থেকে হাইলাকান্দিতে আসা লরি থেকে টাকা সংগ্রহ ও চালকদের সঙ্গে দর কষাকষি করতেও দেখা যায়। ভিডিওটি জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার পর সাময়িক ভাবে নিলম্বন করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের শেষে পুলিশ সুপার লীনা দোলে বুধবার তাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন।