৬নং জাতীয় সড়কের নিয়ে গর্জে উঠল যুব কংগ্রেস
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মালিডহর থেকে কাটিগড়ার গ্যামন সেতু পর্যন্ত বেহাল ৬নং জাতীয় সড়কের নিয়ে গর্জে উঠল যুব কংগ্রেস। মঙ্গলবার কাটিগড়ার সার্কল অফিসারের কাছে ৭দিনের সময় সীমা বেধে এক স্মারকপত্র প্রদান করেন যুব কংগ্রেসের কর্মকর্তারা।
এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সম্পাদক সৈয়দ আনোয়ার বড়ভূইয়া, গুলজার হুসেন বড়ভূইয়া, জামিল আহমদ, এনএসইউআই-র জামিল আহমদ প্রমুখ। পরে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস, প্রাক্তন জিপি সভাপতি মৃদুল চক্রবর্তী ও সৈয়দ আনোয়ার বড়ভূঁইয়ারা বিজেপি সরকার এবং দায়িত্বপ্রাপ্ত NHIDCL এর কড়া সমালোচনা করে বেহাল সড়ক মেরামতের জন্য ৭দিনের সময়সীমা বেধে দেন। ৭দিনের মধ্যে কাজ শুরু না হলে গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তাঁরা।