রাইটার্স ওয়ার্ল্ডের নক্ষত্রখচিত জমজমাট অনুষ্ঠান

২৭ মে : কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের হলে বাংলা সাহিত্যের নক্ষত্রদের ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে রাইটার্স ওয়ার্ল্ডের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়। রবিবার আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জনের মতো কবি কবিতা পড়েন। হল ভর্তি কবি-আলোচক-দর্শকের উপস্থিতিতে কবিতা পাঠ করেন সুমিতাভ ঘোষাল ফটিক চৌধুরী, দুর্গাদাস মিদ্যা, কানাইলাল জানা, উমাপদ কর, বিশ্বনাথ ভট্টাচার্য, দেবারুন রায়, কালীকৃষ্ণ গুহ, অংশুমান কর, সার্থক রায়চৌধুরী, শিলচর থেকে মিতা দাসপুরকায়স্থ, শ্যামল বিশ্বাস, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সীমিতা মুখার্জি, অনীক রুদ্র, স্মার্ত পারিয়াল, তপন দাস, অদীপ ঘোষ, পারমিতা চৌধুরী, রিতা মিত্র, মৌমিতা রাবেয়া, সুব্রত সরকার, রামকিশোর ভট্টাচার্য, আলোক বন্দ্যোপাধ্যায়, সোমা পালিত ঘোষ, দেবাশিস মল্লিক, সম্পা গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গদ্যকার তপন বন্দ্যোপাধ্যায়। আলোচক ছিলেন সৈয়দ হাসমত জালাল, সৈয়দ কাওসার জামাল, শঙ্করলাল ভট্টাচার্য, সৌরিন ভট্টাচার্য, দীপক লাহিড়ী, স্বপন ভট্টাচার্য, মৃদুল দাসগুপ্ত, প্রিয়দর্শী চক্রবর্তী, গৌতম ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সুরঙ্গমা ভট্টাচার্য ও মৌমিতা রাবেয়া। আলোচনা পর্বের সঞ্চালক ছিলেন অতনু ভট্টাচার্য, অংশুমান কর। আলোচনার বিষয় ছিল ‘সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপটে সাহিত্য সংস্কৃতির ভূমিকা’, ‘শতবর্ষের আলোকে আলোকপাত সলিল চৌধুরী, সমরেশ বসু ও মৃণাল সেন’।

অনুষ্ঠানে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যতদূর নিঃস্বের দূরদৃষ্টি’। কবি কালীকৃষ্ণ গুহ। কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন আরও কয়েকজন সহ সুরঙ্গমা ভট্টাচার্য-কে।

উল্লেখ্য, কবি-গদ্যকার সুরঙ্গমা ভট্টাচার্য ও অধ্যাপক কবি-গদ্যকার স্বপন ভট্টাচার্যের তাদের প্রচেষ্টায় ২০১৭ সালে প্রতিষ্ঠা হয় কলকাতায় ‘রাইটার্স ওয়ার্ল্ড’র। সংস্থা নবীন-প্রবীণ কবি-লেখকদের নিয়ে মাঝেমাঝে অনুষ্ঠান করে থাকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়। শিলচরেও ২০২৪ সালে রাইটার্স ওয়ার্ল্ডের অনুষ্ঠান হয়েছে।

রাইটার্স ওয়ার্ল্ডের নক্ষত্রখচিত জমজমাট অনুষ্ঠান

Author

Spread the News