চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ধর্মনগরে বি‌ক্ষোভ মি‌ছিল ভিএইচ‌পির

চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ধর্মনগরে বি‌ক্ষোভ মি‌ছিল ভিএইচ‌পির

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বাংলা‌দে‌শে ইসকন সন্ন‌্যাসী গ্রেফতার কা‌ণ্ডের প্রতিবাদে ধর্মনগর ভারত-বাংলা সীমা‌ন্তে বিশাল ‌বি‌ক্ষোভ মি‌ছিল বের করল ভিএইচ‌পি। বাংলা‌দেশ প্রশাসন ইসকন সন‌্যাসী চিন্ময়কৃষ্ণ দাস বাবা‌জী সহ আরও কয়েকজন‌কে মি‌থ্যে সন্ত্রাসী তকমা দি‌য়ে গ্রেফতার ক‌রে চট্টগ্রাম জে‌লে বিচারা‌ধীন ব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে। এ‌নি‌য়ে বৃহত্তর বাংলা‌দে‌শে বসবাসরত সনাতনী‌দের ম‌ধ্যে তীব্র প্রতি‌ক্রিয়া বিরাজ কর‌ছে।‌বিষয়‌টি শেষ পর্য‌ন্ত সীমান্ত টপ‌কে পু‌রো বি‌শ্বের সনাতনী‌দের ম‌ধ্যে বিরূপ প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার ভার‌তের উত্তর ত্রিপুরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ইয়াকুবনগর ও জলাবাজার এলাকার আমদা‌নি রপ্তা‌নি গে‌টের সাম‌নে বিশাল বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। বিক্ষোভ শেষে এক পথ সভায় উত্তর জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অভিনাশ দাস জানান, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের ক্ষমতা পুনর্গঠন হয়েছে। কিন্তু সেখা‌নে বর্তমা‌নে সংখ‌্যালঘু হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর অত্যাচার ধর্মান্তকরণ এবং ধর্ষণের মত অমানবিক নির্যাতন বে‌ড়ে চলছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে এতদিন ভিএইচ‌পির পক্ষ থেকে বড় কোনও বিক্ষোভ কার্য‌সূচী গ্রহন করা হয়নি। কিন্তু বর্তমানে পরিস্থিতি হা‌তের নাগা‌লের বা‌ইরে চ‌লে যা‌চ্ছে।

গত ২৫ তারিখ বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে এবং এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে কড়া বার্তা দেওয়া হয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Author

Spread the News