নারী দিবসে আত্মসহায়ক দলের কর্মীদের সংবর্ধনা ভ্যালি ভিউ-র
বরাক তরঙ্গ, ৮ মার্চ : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে কাছাড় জেলার গণিরগ্রাম এলাকার চারটি আত্মসহায়ক দলের সদস্যদের সঙ্গে। ক্লাব ভ্যালি ভিউ-এর পুরুষ সদস্যরা দিনটি উদযাপনের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্লাবের সদস্য এবং আত্মসহায়ক দলের কর্মীদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
গাইডিং লায়ন সঞ্জীব রায় বক্তব্যে বলেন, আত্মসহায়ক দলগুলো সমাজের মেরুদণ্ড এবং তাঁরা সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ক্লাব এই গর্বের দিনটি এই কর্মীদের সঙ্গে উদযাপন করছে। প্রকল্প চেয়ারপার্সন সায়েদ আহমেদ বড়ভূইয়া আত্মসহায়ক দলগুলোর জাতি গঠনে অবদানের গুরুত্ব তুলে ধরেন। চারটি আত্মসহায়ক দল হল চামেলিয়া, হাসি, রাধারানি এবং সানফ্লাওয়ার। কর্মীদেরকে ক্লাব ভ্যালি ভিউ-এর সদস্যরা উত্তরিয় দিয়ে সংবর্ধনা জানান। সানফ্লাওয়ার-এর সম্পাদিকা আবেদা বেগম মজুমদার সূচনা বক্তব্য প্রদান করেন এবং ভ্যালি ভিউ-এর কোষাধ্যক্ষ সন্দীপ শীল ধন্যবাদ জ্ঞাপন করেন।
