খুলে গেল এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি
৬ জুলাই : ফের বিপত্তি ভারতীয় রেলে। নাসিক-মুম্বই পঞ্চবটি এক্সপ্রেসের বগি গেল খুলে। মহারাষ্ট্রের কাসারা ঘাট স্টেশনের কাছে এই বিপত্তি ঘটে। ঘটনার জেরে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে বগি জুড়ে ফের শুরু যাত্রা করে ট্রেনটি। প্রায় ৪০ মিনিট এর জেরে দেরি হয়। মুম্বই থেকে ১২৮ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।
রেলের পক্ষ থেকে বলা হয়েছে দুটি কোচের মধ্যের বগিদুটি সঠিকভাবে যুক্ত করা ছিল না। হঠাৎ ঝাঁকুনি খেতেই বগিদুটি আলাদা হয়ে যায়। তবে কার গাফিলতিতে এই ঘটনা হল তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে উপযুক্ত শাস্তিও হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। এই ট্রেনের এক যাত্রী বলেন, বগি খুলে যাওয়ার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত থাকার পরও ভারতীয় রেলেন ফের গাফিলতি সকলের সামনে উঠে এল।