বিরুবাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণ : মায়ের পর শিশুকন্যার মৃত্যু

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : গুয়াহাটি মহানগরের বিরুবাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণে মহিলার পর শিশুরও মৃত্যু ঘটল। ষোল দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ছয় বছরের মীরা তিওয়ারি পরপারে পাড়ি দেয়। ঘটনার পর গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়েছিল। তার শরীরের ৫৫ শতাংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। তাকে বার্ন হাই ডিপেনডেন্সি ইউনিটে (HDU), ১০ নম্বর বেডের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

মেডিক্যাল টিমের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ২ আগস্ট সকালে মীরার অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেনে রাখা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পুনরুত্থানের প্রচেষ্টা সত্ত্বেও, তাকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং দুপুর ২-৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। সপ্তাহদিন আগে তার মা রিঙ্কি তিওয়ারি মারা যান।

বিরুবাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণ : মায়ের পর শিশুকন্যার মৃত্যু

উল্লেখ্য, ১৭ জুলাই বিকাল ৩টার দিকে বিরুবাড়ি থানার কাছে ৪৭ নম্বর বাড়ির চত্বরে একটি প্রাইভেট ট্রান্সফরমার বিস্ফোরণে শিশুসহ চারজন গুরুতর আহত হন। ছয়গাঁও গড়াইমারির একটি পরিবার গুয়াহাটি থেকে বাড়ি ফেরার সময় বিস্ফোরণে এক শিশুসহ চারজন আহত হয়।

তাদের জিএমসিএইচ-এ নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশু মীরা তিওয়ারি ও তার মা রিঙ্কি তিওয়ারির অবস্থা আশঙ্কাজনক। ছবি  প্রতীকী।

Author

Spread the News