আরজি কর কাণ্ড : শ্রীকোণায় তীব্র প্রতিবাদ তিন সংগঠনের
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে গত ৯ আগস্ট নৃশংসভাবে ধৰ্ষণ ও হত্যার লোমহৰ্ষক ঘটনার বিরুদ্ধে আজ দিগর শ্রীকোণায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্ৰ সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস। এই জঘন্য পাশবিক ঘটনার তীব্ৰ নিন্দা জানিয়ে আজ সংগঠনগুলোর পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। সংগঠনের কর্মীরা “ছাত্ৰী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত কর, নারী হত্যা-ধৰ্ষণ বন্ধ কর, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককের নৃশংস ধৰ্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসি চাই, ফার্স্ট ট্ৰেক কোর্টে মহিলাদের উপর সংগঠিত আক্রমণের সমস্ত ঘটনার বিচার সম্পন্ন করতে হবে, ধৰ্ষণ ও হত্যার বলি আরজি কর মেডিক্যাল কলেজর ছাত্ৰীর পরিবারকে ন্যায় প্রদান করতে হবে, আরজি কর মেডিক্যাল কলেজের ধৰ্ষণ ও হত্যার প্ৰমাণ লোপাটের চক্ৰান্তকারীদের গ্ৰেপ্তার করতে হবে” ইত্যাদি শ্লোগানে পথ উত্তাল করে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদের সামনে বক্তব্য রাখেন এআইডিএসওর কাছাড় জেলার সভাপতি স্বাগতা ভট্টাচার্য। তিনি পাশবিক ধৰ্ষণ ও হত্যার ঘটনায় গভীর দুঃখ প্ৰকাশ করে বলেন, এই অপরাধের ভয়াবহতা মারাত্মক, এর নিন্দা জানানোর কোন ভাষা নেই। তিনি অপরাধীদের গ্রেপ্তার করে ফাৰ্ষ্ট ট্ৰেক কোর্টে বিচার সম্পন্ন করে তাদের ফাঁসী দেওয়ার দাবী জানান। তিনি গত কাল ঘটে যাওয়া আসাম বিশ্ববিদ্যালয় চত্বরের ঘটনারও প্রতিবাদ জানিয়ে বলেন যতদিন সরকার পৰ্ণোগ্ৰাফী, মদ -ড্ৰাগস সম্পূর্ণ বন্ধ করবে না ততদিন ছাত্ৰী ও মহিলারা এধরনের নির্যাতনের শিকার হবে। তাই এই অপ সংস্কৃতির পরিবেশ সৃষ্টিকারী মদ, জুয়া, অস্লীল প্রদর্শন বন্ধ করার দাবিও জানান। এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে ছাত্ৰ যুবকদের উন্নত রুচি, সংস্কৃতি ও মনন তৈরিতে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।