পীযূষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান সহস্রাধিক কমলাক্ষ অনুগামীর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : বিজেপির যোগদান কার্যসূচিতে করিমগঞ্জের জেলা গ্রন্থাগার লোকে লোকারণ্য। রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকার হাত ধরে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হাজারেরও অধিক সমর্থক একযোগে বিজেপিতে যোগদান করলেন। 
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে বহুগুন। বিশেষ করে উত্তর করিমগঞ্জের কয়েক সহস্রাধিক কংগ্রেসের সমর্থক মন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদান করিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শন করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

পীযূষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান সহস্রাধিক কমলাক্ষ অনুগামীর

যদিও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেননি তথাপিও উত্তর করিমগঞ্জের হিন্দু মুসলিম সহ এসসি সম্প্রদায়ের কয়েক শতাধিক লোক, চা শ্রমিক সহ কয়েক হাজার কংগ্রেস সমর্থক বুধবার একযোগে বিজেপিতে অংশগ্রহণ করায় বিরোধী কংগ্রেস ইউডিএফ শিবিরের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন অনেকেই। এদিন মন্ত্রী পীযূষ হাজরিকার উপস্থিতিতে উত্তর করিমগঞ্জের সহস্রাধীক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন।

পীযূষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান সহস্রাধিক কমলাক্ষ অনুগামীর

Author

Spread the News