উমরাংশুতে ফ্যাক্টরির ক্রেন টাওয়ার ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ডিমা হাসাও জেলার উমরাংশুতে। ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে ক্রেন টাওয়ার ভেঙে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এমনই আশঙ্কা করা হচ্ছে। শনিবার সন্ধ্যারাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, উমরাংশু ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে একটি নতুন প্রকল্পের কাজ চলছে। আর এই কাজ করছে পাইলিন কোম্পানি নামে একটি সংস্থা। ডালমিয়ার সিমেন্ট কোম্পানির দুই নম্বর লাইনে দিনরাত এই প্রকল্পের কাজ চলছে। ক্রেন টাওয়ার ভেঙে পড়ে অন্তত পাঁচ জন শ্রমিকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে সূত্রের খবর। তাছাড়া পাঁচ জন শ্রমিক গুরুতর ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত পাঁচ জনকে হোজাইর হাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ডালমিয়া সিমেন্টে কর্তৃপক্ষ এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে কিছু বলতে চাইছে না। এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেয়ে ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা উপস্থিত হলে ডিমা হাসাও পুলিশ ডালমিয়া সিমেন্ট ফেক্টরির ভেতরে প্রবেশ করতে দেয়নি।

উমরাংশুতে ফ্যাক্টরির ক্রেন টাওয়ার ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

Author

Spread the News