ধস পড়ে শ্রমিকের প্রাণহানি

২৯ জুলাই : ধস পড়ে প্রাণহানির ঘটনা ঘটল দার্জিলিংয়ে।  সোমবার দার্জিলিংয়ের ঘুমে হঠাৎই ধস (Landslide) নামে। ধসের জেরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও একজন। 

জানা গিয়েছে, দু’জনেই তখন নির্মাণস্থলে ছিলেন।  তখনই বড় একটি পাথর পাহাড় থেক ধসে তাদের উপর পড়ে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।  পরে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেছেন।  জখম ব্যক্তির চিকিৎসা চলছে। এমনিতে বিগত কয়েকদিনে সেভাবে জোরালো বৃষ্টি হয়নি দার্জিলিং পাহাড়ে।  কিন্তু তা সত্ত্বেও ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে।

ধস পড়ে শ্রমিকের প্রাণহানি

Author

Spread the News