আন্দোলনকারীর ইটে চোখের দৃষ্টি হারালেন ট্রাফিক সার্জেন্ট

আন্দোলনকারীর ইটে চোখের দৃষ্টি হারালেন ট্রাফিক সার্জেন্ট

২৮ আগস্ট : ছাত্রসমাজের নবান্ন অভিযানে পথে নেমেছিলেন। সেখানে পুলিশের দিকে মুহুর্মুহু ছোড়া হয় ইট। সেই ইটেই আঘাত লেগেছিল চোখে। ঝরঝর করে রক্ত বেরোতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো এক চোখের দৃষ্টি হারালেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট।

কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্টের নাম দেবাশিস চক্রবর্তী। গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লেগেছিল বাঁ চোখে। সেই চোখেই অস্ত্রোপচার হয়। চার ঘণ্টা অস্ত্রোপচার ব্যর্থ হয়। মাত্র ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারালেন তিনি।

প্রসঙ্গত, গতকাল কলকাতা পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি জানিয়েছেন, নবান্ন অভিযানের এই কর্মসূচিতে ১৫ জন কলকাতা পুলিশকর্মী আহত হয়েছেন। ১২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, ‘রক্তাক্ত ও আহত হয়েও পুলিশ চূড়ান্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে। আমাদের ১১ থেকে ১২ জন সহকর্মী আহত হয়েছেন। রাজ্য পুলিশের হাতে ৯৪ জন গ্রেপ্তার হয়েছে।
খবর : আজকাল ডট ইন।

আন্দোলনকারীর ইটে চোখের দৃষ্টি হারালেন ট্রাফিক সার্জেন্ট

Author

Spread the News