জিরিমুখে ছয়টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাপা উত্তেজনা

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : অসম-মণিপুর সীমান্তের কাছে জিরিমুখ (বরাকের উজান) এলাকায় ছয়টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ পাওয়া গেছে এক সূত্রে জানা গেছে। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। শুক্রবার সন্ধ্যারাতে মৃতদেহগুলি পাওয়া গেছে এবং তারা অপহৃত ছয় জিরিবামের বাসিন্দাদের মধ্যে ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি।

জিরিমুখে ছয়টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাপা উত্তেজনা

সিআরপিএফ এবং স্থানীয়দের একটি দলের মধ্যে এনকাউন্টারে ১০ জন নিহত হওয়ার পর ১১ নভেম্বর জিরিবাম থেকে তিনজন মহিলা এবং তিনজন মহিলা নিখোঁজ হন। নিখোঁজরা হলেন ওয়াই রানি দেবী (৬০), টি থৈবী দেবী (৩১), হৈতম্বী দেবী (২৫), হাজামানবি দেবী (৮),  হৈতম্বি দেবীর মেয়ে চিংখেইগুম্বা (২.৫ বছর) ও ছেলে লানগাংমা সিং (৮ মাস)। বেসরকারি সূত্রে জানা যায় মৃতদেহগুলো নিখোঁজদেরই। তবে জিরিবাম প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

জিরিমুখে ছয়টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার, চাপা উত্তেজনা

Author

Spread the News