মণিপুরি ভাষার স্বীকৃতি, অগপ দলের নেতাদের কৃতজ্ঞতা প্রকাশ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : চলতি অসম বিধানসভায় সরকারিভাবে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য অগপ দলের মণিপুরি সম্প্রদায়ের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ বলেন, কয়েক বছরের সংগ্ৰামের পরিবর্তিতে এজেপি ও বিজেপি দলের মিত্র জোটের রাজ্য সরকারের শাসনে বৃহস্পতিবার অসম বিধানসভায় মণিপুরি ভাষাকে সরকারিভাবে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু, অগপ দলের দুই মন্ত্রী অতুল বরা, কেশব মোহন্ত, বরাক উপত্যকার সব কয়েকজন বিধায়কদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, যেকোনো ভাষার ইতিহাস রয়েছে, ভাষার ঐতিহ্য রয়েছে, ভাষা হলো মানুষের আবেগের সঙ্গে জড়িত,তাই প্রত্যেক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার আবশ্যিকতা রয়েছে। মুনিপুরি ভাষাকে আসাম সরকার স্বীকৃতি প্রদান করাতে আসাম তথা বরাকে বসবাসকারী প্রত্যেকজন মনিপুরি সম্প্রদায়ের মানুষ বিপুলভাবে আনন্দিত বলে জানান।
অগপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তথা বরাক উপত্যকার সাংগঠনিক ইনচার্জ কে.এইচ বিমলেন্দু সিংহ বলেন, মণিপুরি ভাষাকে সরকারীভাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অবদান থাকা মণিপুরি ইয়ুথ ফর্ম, অসম ইউথ ফর্ম, মণিপুরি সাহিত্য পরিষদ, মণিপুরি ল্যাংগুয়েজ প্রোটেকশন কমিটি, অল আসাম মনিপুরি স্টুডেন্ট ইউনিয়ন, আসাম আপন মৈরা পাবি সহ আরো অন্যান্য মণিপুরি সংস্থাগুলোর সদস্য-সদস্যাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর হাইলাকান্দি জেলা কমিটির সহ-সভাপতি ননিবাবু সিংহ, জেলা লেইপাক সংস্থার সভাপতি এল তেজমনি সিংহ, আসাম মণিপুরি সাহিত্য পরিষদের কাছার জেলার প্রাক্তন সভাপতি ব্রজবাসী সিংহ, সমাজকর্মী কেএইচ সিংহ, মণিকান্ত সিংহ, কেএইচ জগদেন্দু সিংহ, কেএইচ রিজু কুমার সিংহ, সলিল সিংহ প্রমুখ। সভাটি পরিচালনা করেন অগপ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণিতন সিংহ।