আহত চালককে আর্থিক সাহায্য সংগঠনের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩০ মে : মিজোরামের ভাইরেংটি এমভি চেক গেটের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক বাবুল হোসেন তালুকদার। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিলো গত ৭ মে তারিখে। বৃহস্পতিবার আহত চালককের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিল চালক সংগঠন ‘ভাই ভাই’। ধলাইয়ের রুকনী প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা আহত গাড়ি চালক বাবুল হোসেন তালুকদারের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তার হাতে ১৩,৩৭৫ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। বাবুল হোসেন তালুকদার দুর্ঘটনার পর থেকে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, দুর্ঘটনার জেরে তার শরীরের কিছু অঙ্গ ঠিকমতো কাজ করছে না, যার ফলে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এই মুহূর্তে তার চিকিৎসার জন্য অন্তত ৫ লক্ষ টাকা প্রয়োজন বলে জানা গেছে। কিন্তু হতদরিদ্র বাবুলের পরিবারের পক্ষে এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। বাবুলের পরিবার টাকার অভাবে উন্নত চিকিৎসার জন্য বাবুলকে বাইরে নিয়ে যেতে না পেরে তারা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
এমন কঠিন পরিস্থিতিতে বাবুলের পাশে এসে দাঁড়িয়েছে ট্রাক চালক সংস্থা ‘ভাই ভাই’ সংগঠন। সংগঠনের সভাপতি রাজু আহমদ লস্কর, সম্পাদক রোকন আহমদ অন্যান্য কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে এ সহায়তা প্রদান করেন। বাবুলের পরিবার পরিবার এবং চালক সংগঠন, বাবুলের দ্রুত আরোগ্য এবং উন্নত চিকিৎসার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেছে।

আহত চালককে আর্থিক সাহায্য সংগঠনের

Author

Spread the News