প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের আন্দোলন অব্যাহত, ধরনা শিলচরে
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : পুরকর সহ বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন অব্যাহত প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। সোমবার মঞ্চের পক্ষ থেকে পুর পরিষেবার বেহাল অবস্থা, করবৃদ্ধি, নোংরা, দুর্গন্ধযুক্ত পানীয়জল, ট্রাফিক জ্যাম, বেহাল সড়ক মেরামত, জলকর বৃদ্ধি সহ আরো অন্যান্য ন্যায্য দাবি নিয়ে গনধরনা কার্যক্রম পালন করেন। এদিন বেলা ১১ টা থেকে শিলচর বিবেকানন্দ রোডের দুর্গাবাড়ির ডামনে হাতে শিলচরের সার্বিক উন্নয়নের সহ শিলচর পুরসভার জনবিরোধী মনোভাবের বিরুদ্ধে অবস্থান ধর্মঘটে বসেন। এতে সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কার্যকারী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রাই, অজয় চক্রবর্তী, সাধন পুরকায়স্থ, সীমান্ত ভট্টাচার্য, সুব্রত চন্দ্র নাথ, প্রদীপ নাথ, দিলীপ কুমার নাথ, সুদীপ দে,আশু পাল,সাধন পুরকায়স্থ সহ আরো অন্যান্যরা।
বক্তব্যে কার্যকারী সভাপতি ধ্রুব সাহা বলেন, শিলচর শিলচর পুরসভার দ্বারা অন্যায় ভাবে বর্ধিত জল কর ও অন্যান্য পুর কর প্রত্যাহারের দাবিতে ও পুর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে আজ এই উপস্থিত নাগরিকদের দ্বারা গন ধর্ণা কার্যসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে, বছরের পর বছর শিলচর শহরবাসী শিলচর পুরসভাকে কর দিয়ে যাচ্ছেন কেবল, এর বিনিময়ে পাচ্ছেন ঘোলা ও নোংরা- দুর্গন্ধযুক্ত পানীয়জল পাচ্ছেন,সেটাও আবার একবেলা বা অর্ধেক বেলা সময়ের জন্য, জল প্রবাহের স্পিড অত্যন্ত কম প্রয়োজন অনুযায়ী কেমিক্যালস মিশানো হয় না বলে অভিযোগ রয়েছে।শিলচর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বাই লেন গুলোর বেশির ভাগেই বেহাল অবস্থা পরিণত হয়েছে, যার দরুন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা বলেন, জলকর মাসে ১২৫ টাকার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৩০০ টাকা, ট্যাক্স ক্লিয়ারেন্স ফ্রম ২০০ টাকা থেকে হয়েছে ২৫০ টাকা, মিউটেশন ফ্রম ছিল ২৫০ টাকা, এখন হয়েছে ৪০০ টাকা, বাড়ি নির্মাণের অনুমতির ফরম ২০০ টাকা থেকে ৩০০ টাকা, ইলেকট্রিক কানেকশনের ফ্রম ১০০ টাকা থাকে হয়েছে ২০০ টাকা পরিণত হয়েছে। এইসব কর বৃদ্ধির নাম করে শিলচরবাসী জনগনকে আর্থিকভাবে দুর্বল করা হচ্ছে,এই জনবিরোধী মনোভাবের সরকারের নীতির বিরুদ্ধে আগামীদিনে সমগ্ৰ শিলচর বিরাট আকারের গণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।