শ্রীভূমিতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত, মাসব্যাপী কার্যসূচির সূচনা
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ মে : শনিবার শ্রীভূমিতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালনের মাধ্যমে মাসব্যাপী এক সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়েছে, যার লক্ষ্য হল উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি। দিনটির সূচনা হয় একটি কর্মশালার মাধ্যমে, যেখানে শ্রীভূমি শহর এলাকার আশা এবং এএনএম কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়। এই কর্মশালায় উচ্চ রক্তচাপের প্রাথমিক সনাক্তকরণ, জীবনধারাভিত্তিক প্রতিকার এবং কমিউনিটি পর্যায়ে ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং, এল. প্রকাশ সিংহ, জেলা কর্মসূচি সমন্বয়কারী (এনসিডি); তাজিম উদ্দিন তালুকদার, ফাইনান্স ও লজিস্টিক কনসালটেন্ট; এবং জয়দীপ নন্দী, ডেটা এন্ট্রি অপারেটর (এনসিডি)। আয়ুষ্মান আরোগ্য মন্দিরসমূহে এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও পরামর্শ প্রদান করা হয়। মাসজুড়ে গ্রামীণ ও শহরাঞ্চলে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে, যেখানে খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, তামাক ও অ্যালকোহল পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে। এতে শ্রীভূমির জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে সবার মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্যসম্মত ও উচ্চ রক্তচাপমুক্ত সমাজ গড়ে তোলা যায়।
