কালীমন্দিরে পরপর চুরি, আতঙ্কে কামেশ্বরবাসী, পুলিশের ভূমিকায় ক্ষোভ
বরাক তরঙ্গ, ৩০ মে : এক সপ্তাহের ব্যবধানে কামেশ্বর কালীমন্দিরে পরপর দু’বার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের কামেশ্বর এলাকায়। ধর্মীয় স্থানে লাগাতার চুরির ঘটনায় ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উদ্বেগ। পাশাপাশি, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠেছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিদিনের মতো কালীমন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিত রূপক ভট্টাচার্য লক্ষ্য করেন, মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা এবং দরজা অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হলে, কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।
মন্দির কমিটির সদস্যরা জানান, চোরেরা মন্দিরের ভেতরে রাখা প্রণামির পাত্র ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে। শুধু তাই নয়, চুরি হয়েছে কালী মায়ের রুপোর অলঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীও।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগেও ঠিক এক সপ্তাহ আগে একই মন্দিরে চুরির ঘটনা ঘটে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে বলে আশঙ্কা এলাকাবাসীর।
এ বিষয়ে কামেশ্বরবাসীদের একটাই দাবি—দ্রুত চোরদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।