হাইলাকান্দিকে উন্নত জেলা হিসাবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ শেষ করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ মে : কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা, খাদ্য ও গণ বণ্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়া হাইলাকান্দি জেলাকে উচ্চাকাঙ্ক্ষী থেকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ দ্রুত শেষ করতে প্রশাসনিক আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন। তিনদিনের হাইলাকান্দি জেলা সফর শেষে ফিরে যাবার আগে বুধবার সকালে হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিভারে ও  অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী এই নির্দেশ দেন।

বৈঠকে তিনি বলেন, জেলায় উপলব্ধ পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জেলাবাসীর আয় বাড়ানোর জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিতে হবে। উচ্চাকাঙ্ক্ষী জেলার বিভিন্ন  প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে তিন দিনের সময়সূচি নিয়ে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হাইলাকান্দি আসেন। সোমবার হাইলাকান্দি পৌঁছেই তিনি লালাবাজারের এফসিআই পরিচালিত ধান সংগ্রহশালা কেন্দ্রটি পরিদর্শন করেন। এরপর তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী জেলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। হাইলাকান্দি অবস্থানকালে কেন্দ্রীয় মন্ত্রী বামভানিয়া  প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃতদের সঙ্গে কথাবার্তা বলেন। হস্ততাত ও বয়ন শিল্পীদের সঙ্গেও মতবিনিময় করেন।

হাইলাকান্দিকে উন্নত জেলা হিসাবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ শেষ করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর

জেলার আর্থসামাজিক উন্নয়নে এসএইচজি মহিলা সংগঠনগুলির তৎপরতা সম্পর্কেও তিনি  খোঁজ খবর নেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির অভিভাবক এবং শিশুদের সঙ্গেও  তিনি আলোচনায় মিলিত হন। এতে তিনি জেলাবাসীকে তাদের শিশু সন্তানদের প্রাক বিদ্যালয় হিসাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাঠাতে জোর দেন। বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টিকর আহার প্রদানের পাশাপাশি প্রাক বিদ্যালয় হিসাবে শিশুদের পরিচর্যার মাধ্যমে শিক্ষা দান করা হয়। সফরকালে মহিলা এসএইচজিগুলির কর্মতৎপরতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলার দারিদ্র দূরীকরণে নেওয়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভেটেনারি, জীবিকা মিশন, গ্রাম উন্নয়ন, পিএইচই  ইত্যাদি বিভাগের  সব কাজকর্ম সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী তিন দিনের এই সফরে বিস্তারিত আলোচনা করেছেন  এবং প্রয়োজনীয় দিক নির্দেশিকা দেন প্রশাসনকে।

হাইলাকান্দিকে উন্নত জেলা হিসাবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ শেষ করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর

Author

Spread the News