যুবদল কর্মীর শরীরে গরম জল ঢেলে ঝলসে দিলেন বিএনপি নেতা

যুবদল কর্মীর শরীরে গরম জল ঢেলে ঝলসে দিলেন বিএনপি নেতা

২৯ আগস্ট : তুচ্ছ ঘটনায় গরম জল ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা। শুধু শরীরই ঝলসে দেননি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রভাবশালী বিএনপি নেতার হুমকি-ধমকি ও ভয়ভীতিতে থানায় অভিযোগ দিতে পারছেন না আহতের পরিবার। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার মোংলা

আহত যুবদল কর্মী রতন হাওলাদারের (৩০) স্ত্রী তানিয়া বেগম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারীজারা এলাকার যুবদল কর্মী রতন হাওলাদারের উপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ (৬০) ওরফে আগা ফরিদ গং। এ সময় ফরিদ ও তার ভাইপো সুজন (৩৮) ও ভাই রিয়াজ (৩৮) খোনকারেরবেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেতলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন। এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদ গং। নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষ্যান্ত হন। পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন টাইলস মিস্ত্রী রতন। রতনের স্ত্রী তানিয়া বলেন, ফরিদ গংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছেন না। তিনি আরো বলেন, আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক ও ফরিদ গং অন্য আরেক পক্ষের সমর্থক। এই দলাদলি নিয়েই এই দলাদলি নিয়েই মুলত এ ঘটনা ঘটিয়েছে ফরিদ গং।

যুবদল কর্মীর শরীরে গরম জল ঢেলে ঝলসে দিলেন বিএনপি নেতা

এ বিষয়ে বিএনপি নেতা (থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক) ফরিদ শেখ বলেন, আমি, আমার ভাই ও ভাইপো কেউই রতনকে মারধর করিনি, স্থানীয় জনগণে তাকে মারধর করেছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা

Author

Spread the News