নিলামবাজারে কলেজ পড়ুয়ার উপর দুর্বৃত্তদের আক্রমণ, প্রতিবা‌দে উত্তাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : কলেজ পড়ুয়াকে আক্রমণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নিলামবাজার। অসম-ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সামনে দুর্বৃত্তের আক্রমণে গুরুতর আহত হল কলেজ পড়ুয়া ফজল আহমদ না‌মের এক যুবক। তার অবস্থা সংকটজনক থাকায় তা‌কে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আলমখানি গ্রামের সুজিব আহমেদ,  জিয়াব উদ্দিন, রাজদদপ রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, প্রতি দিনের মত সোমবার সকালবেলা নিলামবাজার কলেজে যাওয়ার জন্য স্কু‌টি নিয়ে বের হয় ফজল। প‌রে তার বাহ‌নে তেল কম থাকায় সে নিলামবাজার বাহাদুরপুর পেট্রোল পাম্প থেকে তেল ভর্তি করে কলেজের উদ্দেশ্যে রওয়ানা দেয়।কিন্তু প‌থে ঘ‌টে বিপত্তি। তার বাহন‌টি অসম-ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সামনে আসা মাত্রই স্থানীয় আব্দুস সলাম, শরিফ উদ্দিন, আব্দুস সালামের পুত্র আরিফ উদ্দিন, রহিম উদ্দিন, আলি আকবর ও দিলওয়ার হোসেনরা ফজ‌লের গা‌ড়ি দাঁড় করানোর জন্য সিগন্যাল দিতে থাকেন। তখন গাড়িটি থামানো মাত্রই বিভিন্ন অস্ত্র দিয়ে তা‌কে ব্যাপক প্রহার সহ তার পকেটে থাকা নগদ তিন হাজার পাঁচশো টাকা লুটপাট করে আক্রমনকা‌রীরা। এতে চিৎকার শুনে স্থানীয়‌দের প‌ক্ষে রইস আলি ও আসরাফুল ঘটনাস্থ‌লে উপস্থিত হন।তখন তাদেরকেও প্রহার করা হয় ব‌লে অ‌ভি‌যোগ। দুর্বৃত্তরা ফজ‌লের বাহ‌নেও ভাঙচুর করে ব‌লে অ‌ভি‌যোগ। গ্রামের মানুষ জড়ো হলে আক্রমনকা‌রীরা পা‌লি‌য়ে যায়।‌ শে‌ষে আহত‌দের নিয়ে যাওয়া হয় নিলামবাজার হাসপাতালে। এতে কলেজ ছাত্রের অবস্থা সংকটজনক থাকায় তা‌কে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুরো ঘটনা জানিয়ে নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

এদিন বিকেলে স্থানীয় জনতার আওয়াজ এনিজিওর কার্যালয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মনাই মিয়া বলেন, ঈদগাহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ওরাই সমস্ত অপরাধ কর্ম সংঘটিত করে আসছে দির্ঘদিন থেকে। ও‌দের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তি‌নি। তাঁর কথায় প্রায় এক মাস আগে একই স্থা‌নে আলমখানী গ্রামের সুজিব আহমেদের ছেলে  আসরাফুল হককেও ফিল্মি কায়দায় ব্যাপকভাবে প্রহার করার পাশাপাশি ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল ক‌রে এই দুষ্ট চক্রটি। তা‌দের দাপ‌টে তটস্থ এলাকার জনগন।

নিলামবাজারে কলেজ পড়ুয়ার উপর দুর্বৃত্তদের আক্রমণ, প্রতিবা‌দে উত্তাল

Author

Spread the News