উত্তর ত্রিপুরার শনিছড়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : অসম-ত্রিপুরা সীমান্ত ঘেঁষা ধর্মনগর জেলার শনিছড়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বেশকটি দোকানঘর। আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগায় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক আট নাগাদ।
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে খবর পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। শিখায় ছোট বড় পাঁচ ছয়টি দোকান পুুড়িয়ে ছাই করে দেয়। এ কাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছেন মণিলাল চন্দ, গৌতম চন্দ, সজল সিনহা, মমতা দাস, আব্দুল কাদির, রাশু পাল প্রমুখ।