মধুরবন্দ গাঙ্গপারে নদী ভাঙন পরিদর্শন সুস্মিতার

মধুরবন্দ গাঙ্গপারে নদী ভাঙন পরিদর্শন সুস্মিতার

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : শিলচর শহর সংলগ্ন মধুবরবন্দ গাঙ্গপার গ্রামের মানুষের কথায় সাড়া দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার নদী ভাঙন এলাকার সরেজমিন পরিদর্শন করে। উল্লেখ্য, গ্রামের ৪০০মিটার জায়গা নদী ভাঙনের কবলে পড়ায় এলাকার শতাধিক পরিবার বিগত ১০ থেকে ১৫ বছর ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন। বরাকে ৭/৮ মাস যাবৎ ভারি বৃষ্টিপাত হওয়ায় যেকোনো মুহূর্তে গোটা গ্রামটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বিষয়টি মাথায় রেখে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি নদী ভাঙন এলাকার  পরিদর্শন করে সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখার পাশাপাশি ফোনযোগে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর সমস্যা সমাধানের আবেদন জানানো হয়।

মধুরবন্দ গাঙ্গপারে নদী ভাঙন পরিদর্শন সুস্মিতার

বিষয়টি নিয়ে সাংসদ সুস্মিতা দেব জানান, ৪০০ মিটার এলাকার নদী ভাঙ্গন সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে গ্রামে বসবাসকারী অনেক পরিবার ক্ষতির সম্মুখীন হবেন। ইতিমধ্যে ভারত সরকারের তরফে অসমের বন্যা পরিস্থিতির জন্য এনডিআরএফ  যোজনার অধীনে অসম সরকারকে ৭১৬ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর থেকে অর্থ বরাদ্দ করে চলতি শুকনোর মরসুমে মধুরবন্দ গাঙ্গপার গ্রামের ৪০০ মিটার নদী ভাঙন এলাকার সংস্কার কাজ শুরু করতে শীঘ্রই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করবেন বলেও স্থানীয়দের আশ্বাস দিয়েছেন সুস্মিতা দেব।

Author

Spread the News