ত্রিপুরা উচ্চমাধ্যমিকে কৃতিত্বের জন্য বর্ণালী রায়কে সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ত্রিপুরা রাজ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী কৃতী ছাত্রী বর্ণালী রায়কে বিশেষ সংবর্ধনা দিল সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। রবিবার বিকেলে অসম–ত্রিপুরা ইন্টারস্টেট কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বর্ণালীকে অসমিয়ার ঐতিহ্যবাহী গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংস্থার পক্ষ থেকে অভিনন্দনপত্র ও নানা উপহার সামগ্রী তার হাতে তুলে দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন, কাঁঠালতলী আউট পোস্টের এএসআই সজল চক্রবর্তী, সমাজকর্মী আব্দুল কাদির প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কটামনি সায়নাসোর অ্যাকাডেমির অধ্যক্ষ নুরুল আলম বলেন, “বর্ণালী রায় ও তার বড় বোন স্বর্ণালী রায় যদি আইএএস বা আইপিএস-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চায়, তবে আমি সর্বতোভাবে সহযোগিতা করব।”

ত্রিপুরা উচ্চমাধ্যমিকে কৃতিত্বের জন্য বর্ণালী রায়কে সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার

সংবর্ধনা গ্রহণ করে বর্ণালী রায় আবেগপ্রবণ কণ্ঠে জানান, তিনি একেবারে নিতান্ত দরিদ্র পরিবারের মেয়ে। আর্থিক প্রতিকূলতার কারণে পড়াশোনায় সাময়িক বাধা এলেও বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ ও সহায়তায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “আত্মবিশ্বাস ধরে রেখে, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে, নিয়মিত পড়াশোনা করলেই সাফল্য আসবেই।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্ণালীর বাবা নিত্যগোপাল রায় ও মা কবিতা রায়ও। তারা মেয়ের সাফল্যে গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আয়োজকদের প্রতি।

ত্রিপুরা উচ্চমাধ্যমিকে কৃতিত্বের জন্য বর্ণালী রায়কে সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার

এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মীয় পণ্ডিত উপেন্দ্র মিশ্র, পুলিশকর্মী জয়ন্ত পাল, রুপিয়া বেগম চৌধুরী, সুদর্শন দে, রৌশনী খানম, তানিয়া আখতার নুরি, রেজাউল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বর্ণালীর বড় বোন স্বর্ণালী রায় ২০১৯ সালে ত্রিপুরা উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করলে তাকেও সংবর্ধনা দেয় সর্বধর্ম সমন্বয় সভা। বর্তমানে তিনি এমএ সম্পন্ন করে বিএড করছেন। এদিন তাঁর হাতেও সংস্থার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Spread the News
error: Content is protected !!