সোনাইয়ের মাতাবাড়ি স্থায়ী দুর্গা মণ্ডপের স্থায়ী ভবনের শিলান্যাস
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : মাতাবাড়ি স্থায়ী দুর্গা মণ্ডপের স্থায়ী ভবনের শিলান্যাস করা হল। শুক্রবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপার্সন শিলুরানি দাস, বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, প্রাক্তন সভাপতি যথাক্রমে ভজন সেন, রামেশ্বর শর্মা, মণিলাল ধর, ওয়ার্ড কমিশনার দিপুকুমার দাস, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ সহ মাতাবাড়ি দুর্গাপুজো মণ্ডপের সভাপতি কাজল বরন দাস, রামকৃষ্ণ আচার্য, দীপক কান্তি দাস, সুশীল দাস, সজল দাস, সজ্ঞীব দাস, সুবিনয় দাস, পিন্টু আচার্য্য সহ অনেকে।
এছাড়া বক্তব্য রাখেন সেনাই বিজেপি মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, পুর চেয়ারপারর্সন শিলুরানি দাস, ভজন সেন, দিপুকুমার দাস রামেশ্বর শর্মা, সজ্ঞীব দাস। তাঁরা জানান, দুর্গা মণ্ডপের স্থায়ী নিজস্ব জায়গা না থাকায় দীর্ঘ ৫০বছর ধরে এলাকার জনগণ দুর্গামণ্ডপের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। স্থানীয় নাগরিক সুনীল দাস ও তার পরিবারের লোকজন স্বেছায় পুজো মণ্ডপের জন্য ৩ কাটা মুল্যবান জমি দান করেছেন।
ভুমিদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, হিন্দু শাস্ত্র মতে শুভ দিনের শুভক্ষনে আমরা মন্দিরের শিলান্যাস করতে পেরেছি। তারা জানান বাবলা দাস নাম আরেকজন জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দিয়েছেন। পুরনেত্রী শিলুরানি দাস বাউন্ডারি দেওলান নির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন। এভাবে দাতাদের দানে আগামী দুর্গাপুজোর আগেই মন্দিরের কাজ শেষ হবে। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

