ঈদের প্রাক্কালে পরিসেবা বাদ দিয়ে মদ্যপানে মশগুল সোনাই এসবিআই ব্যাঙ্কের কর্মীরা, ভাইরাল ভিডিও

বরাক তরঙ্গ, ৭ জুন : এক অবিশ্বাস্য সোনাই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মকর্তাদের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঈদের প্রাক্কালে ব্যাঙ্কে গ্রাহকদের ভিড়ে ঠাসা তখন গ্রাহকসেবা না দিয়ে অর্থাৎ কাজকর্ম বাদ দিয়ে ব্যাঙ্কের কর্মকর্তারা মদ্যপানে মশগুল হয়ে পড়েন। মদ্যপানের এমন ভিডিও ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবারের।
ভিডিওতে দেখা যায় গ্রাহকদের দলিল রাখার কক্ষে ব্যাঙ্কের কর্মকর্তারা একসঙ্গে বসে মদ পান করছেন। এ ঘটনাটি এক গ্রাহক ভিডিও রেকর্ডিং করে তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তিনি বলছেন এক একটি কাজের জন্য মাসখানেক ঘুরতে হয় অথচ তারা কাজ না করে সেখানে বসে মদ্যপান করছেন।

ব্যাঙ্কের গ্রাহকরা চরম হয়রানির শিকার হন এমন অভিযোগ আগে থেকেই ছিল। সাধারণ কাজে গ্রাহকরা ব্যাংকে পৌঁছলে ব্যাঙ্ক কর্মীরা নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগ। কোনও কাজ সহজে করেন না। সাধারণ কেওয়াই সির ক্ষেত্রে একজন গ্রাহক সপ্তাহ দশ দিন ব্যাঙ্কে উঠতে হয়। ব্যাঙ্কের দুই নম্বর কাউন্টারে থাকা কর্মী ত্রিপুরার বাসিন্দা সাধারণ গ্রাহকের সঙ্গে কোনদিনই ভাল ব্যবহার করেন না। মানুষকে অযথা হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন কি তিনি কাজও জানেন না বলেও গ্রাহকদের বিস্তর অভিযোগ। গ্রাহকদের কোটি কোটি টাকার সঞ্চয়ে চলা ব্যাঙ্কের ম্যানেজার থেকে শুরু করে কর্মীদের ব্যবহারে ক্ষোভে ফুঁসছিলেন গ্রাহকরা। বৃহস্পতিবার ঈদের দু’দিন আগে ব্যাঙ্কে ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি আর সেসময় ব্যাঙ্ক কর্মীরা পরিষেবা না দিয়ে লাঞ্চের বাহানা দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা মদ্যপানে মশগুল ছিল। ওই সময় জনৈক গ্রাহক ক্ষুব্ধ হয়ে তাদের খুঁজতে গিয়ে দেখতে পান দলিলের রুমে সবাই মিলে মদ পান করছেন। এতে তিনি ক্ষেপে গিয়ে সব ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করেন। এরপর ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই একজন মাতাব্বর লোক নিয়ে ব্যাঙ্ক কর্মীরা চাপা দিতে চায়, তবে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এবং বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কি খবর পরিবেশিত হয়।