সোনাই সার্কলে প্রজাতন্ত্র দিবস পালন, সংবর্ধনা

সোনাই সার্কলে প্রজাতন্ত্র দিবস পালন, সংবর্ধনা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : যথাযোগ্য মর্যাদায় সোনাইয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস। রবিবার সকালে উপলক্ষে সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা তোলা হয়। দিনভর ঠাসা কার্যসূচির মাধ্যমে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে সর্বত্র।

এদিন সোনাই সার্কল অফিসে যথাযোগ্য মর্যাদায় পতাকা তুলেন সার্কল অফিসার মারিয়া তানিম। এরপর অফিস প্রাঙ্গণে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সার্কল অফিসার মারিয়া তানিমের ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ তাহির আহমেদ লস্কর, ইসরোর বিজ্ঞানী আমজাদ আমিন রাহুল ও মেধাবী ছাত্রী সিনাম জাইপাইবির অনুপস্থিতিতে তাঁর বাবা ইবোচা সিংহকে মোমেন্টো ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
  
এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সার্কল অফিসার মারিয়া তানিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এনজি এইচএস স্কুলের অধ্যক্ষ মাহতাব উদ্দিন লস্কর, সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ, প্রাক্তন ক্রীড়াধিকারিক বদর উদ্দিন মজুমদার, সার্কল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা।

সোনাই সার্কলে প্রজাতন্ত্র দিবস পালন, সংবর্ধনা
সোনাই সার্কলে প্রজাতন্ত্র দিবস পালন, সংবর্ধনা

Author

Spread the News