USTM চ্যান্সেলর মহবুবুল হকসহ ছয়জনকে চার দিনের পুলিশ রিমান্ডে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : পরীক্ষার জালিয়াতির অভিযোগে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের (USTM) চ্যান্সেলর মহবুবুল হকসহ ছয়জনকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শ্রীভূমি জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি পাথারকান্দি থানায় (কেস নং ৫৫) দায়ের করা হয়েছিল এবং ভারতীয় দণ্ডবিধি ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রোহিবিশন অ্যাক্টের বিভিন্ন ধারার অধীনে তদন্ত চলছে। চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন USTM-এর চ্যান্সেলর মহবুবুল হক, পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হিরামনি শইকিয়া এবং শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলি, নুমান আহমেদ ও ইমদাদুর রহমান। তবে আদালত আরেকটি সম্পর্কিত মামলায় (কেস নং ৫৪) তাদের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেছেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে গুয়াহাটির ঘোরামারা এলাকায় নিজ বাসভবন থেকে USTM চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেপ্তার করা হয়। একই মামলায় পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষসহ ছয় শিক্ষকের গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাদের আদালতে উপস্থাপন করলে, আদালত রিমান্ড মঞ্জুর না করে অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।