গুয়াহাটিতে বন্ধ ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বন্ধ ঘর থেকে উদ্ধার হল ৩টি মৃতদেহ। বামুনিমৈদামের রেলওয়ে কলোনিতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বামুনিমৈদামের রেলওয়ে কলোনির কে ব্লকের ৪২৭ নম্বর কোয়ার্টারে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
বন্ধ ঘরের ভেতরে লোহিত ঠাকুরিয়া, তাঁর স্ত্রী জুলি ডেকা এবং নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা ঋত্বিকা ডেকার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত জুলি ডেকা রেলওয়ের কর্মচারী ছিলেন। অন্যদিকে, স্বামী লোহিত ঠাকুরিয়া ছিলেন একটি গ্যারেজের কর্মচারী। মা ও কন্যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। অন্যদিকে, জুলি ডেকার স্বামী লোহিত ঠাকুরিয়াকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, লোহিত ঠাকুরিয়া ছিলেন জুলি ডেকার দ্বিতীয় স্বামী। আগের স্বামীর মৃত্যুর পর লোহিত ঠাকুরিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জুলি ডেকার। প্রাথমিক অবস্থায় অনুমান করা হচ্ছে যে পরকীয়ার কারণে এই নৃশংস ঘটনা ঘটেছে।

