কনকলতা স্মরণে শিলচর থেকে গহপুর বাইক র্যালি
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : শহিদ কনকলতার জন্ম শত বার্ষিকীর সমাপ্তিতে শিলচর থেকে গহপুর পর্যন্ত বাইক র্যালির আয়োজন করেন উদযাপন সমিতি। আগামীকাল রবিবার ক্ষুদিরাম মুর্তির পাদদেশ থেকে সকাল ৭ টায় শুরু হবে। শনিবার শিলচরের পেনশনার্স ভবনে শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির কর্মকর্তারা শিলচর-গহপুর-শিলচর বাইক র্যালি আয়োজনের বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলন আয়োজন করে তুলে ধরেন। সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, বাইক আরোহীরা ক্ষুদিরাম মুর্তির পাদদেশ থেকে সকাল ৭ টায় থেকে যাত্রা করে হাফলং, মাইবং, লামডিং, লংকা হয়ে নগাঁও পৌঁছে সেখানে রাত্রি যাপন করবে। পরদিন সকালে সেখান থেকে রওয়ানা হয়ে সকাল ১১ টায় ঐতিহাসিক গহপুর থানার সামনেস্থিত শহিদ কনকলতা ও শহিদ মুকুন্দ কাকতির মূর্তিতে মাল্যদান করে তাঁর জন্মস্থান বরঙ্গাবাড়ীস্থিত মূর্তিতে ও তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তেজপুর ফিরে এসে রাতযাপন করবে। ২৪ ডিসেম্বর বাইক আরোহীরা শিলচরের উদ্দেশ্যে রওনা হবে। দুলালি গাঙ্গুলি এও বলেন যাত্রাপথে বাইক আরোহীদের নগাঁও, গহপুর, বরঙ্গাবাড়ি ও তেজপুরে সংবর্ধনা জানানো হবে। সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস বলেন কনকলতার আত্মবলিদানের ইতিহাস ছাত্রছাত্রী ও যুব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই বাইক র্যালির আয়োজন করা হয়েছে।
সমিতির অন্যতম উপদেষ্টা নীহাররঞ্জন পাল বলেন, সমিতির পক্ষ থেকে আগামী ৩০ ডিসেম্বর শিলচরের গান্ধী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলে, আলোচনা সভা, স্মরণিকা উন্মোচন ও কিশোর কিশোরী সংগঠন কমসোমল এর পক্ষ থেকে কনকলতার প্রতিকৃতিতে গার্ড অব অনার প্রদর্শন ইত্যাদি আয়োজিত হবে। সমিতির সহ সভাপতি শিহাব উদ্দিন আহমেদ বলেন পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে যারা প্রাণের আহুতি দিয়েছিলেন তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক কর্তব্য। তিনি সবাইকে অনুষ্ঠান সফল করতে এগিয়ে আসতে আহ্বান জানান।
এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস, সহসভাপতি যথাক্রমে শিহাব উদ্দিন আহমেদ, সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপিকা স্মৃতি পাল, উপদেষ্টা যথাক্রমে নীহাররঞ্জন পাল, দীপঙ্কর চন্দ, কার্যকরী সমিতির সদস্য চাম্পা লাল দাস প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর থেকে কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ব্যাপী বিভিন্ন স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং শিলচর থেকে ভাগা বাজার পর্যন্ত সাইকেল র্যালি ইত্যাদি আয়োজন করা হয়।