বিবাহ বার্ষিকীতে নেত্রদানের অঙ্গীকার শিলচরের দম্পতি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ১৬তম বিবাহ বার্ষিকীতে নেত্রদানের অঙ্গীকার হলেন এক দম্পতি। শিলচর লিঙ্ক রোড ১০ নম্বর লেনের বাসিন্দা হিল্লোল চক্রবর্তী ও তাঁর সহধর্মিণী বনশ্রী চক্রবর্তী তাঁদের ১৬ তমবিবাহ বার্ষিকীতে রবিবার এক ঘরোয়া অনুষ্ঠানে মৃত্যুর পর নেত্রদানের অঙ্গীকার করলেন। তাঁদের এই নেত্রদানের অনুষ্ঠান সম্পাদন করতে এগিয়ে আসেন দিব্যাঙ্গদের জন্য সমর্পিত সংস্থা সক্ষম দক্ষিণ অসম প্রান্তের সহসভাপতি তথা কর্ণিয়া অন্ধত্ব মুক্ত ভারত অভিযানের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত সংযোযক বিশ্বরাজ চক্রবর্তী। নেত্রদানের উপর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আলাপচারিতায় এদিন বিশ্বরাজ চক্রবর্তী বলেন, আমরা যদি মৃত্যুর পর নেত্রদানের অঙ্গীকার করি তাহলে আমাদের দু’টি চোখ দিয়ে দুইজন মানুষ এই পৃথিবীর আলো দেখার সুযোগ পাবে। বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ কর্ণিয়ার চাহিদা রয়েছে সেই তুলনায় যোগান অনেক কম। একমাত্র নেত্রদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, মৃত্যুর পর আমাদের চোখ প্রায় ছয় ঘণ্টা পযর্ন্ত সজীব থাকে। কাজেই নেত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে মৃত্যুর পর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় অনেক বেশী সময় পাওয়া যায়। সক্ষমের দীর্ঘ আন্দোলনের ফলে বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে আই ব্যাঙ্ক স্থাপিত হয়েছে এবং তার ফলে এতদঅঞ্চলের প্রায় বিশ জন লোক পৃথিবীর আলো দেখতে পেয়েছেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে এদিন মৃত্যুর পর নেত্রদান করার জন্য আহ্বান জানান এবং হিল্লোল চক্রবর্তী ও বনশ্রী চক্রবর্তীকে তাদের এই মহান কাজের জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন চৌধুরী, বর্ণালী চৌধুরী, হিমাঙ্গী চক্রবর্তী, তৃপ্তি চক্রবর্তী, তৃষিতা চক্রবর্তী, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।