করিমগঞ্জে গণেশ পুজোর আয়োজনে সিদ্ধিদাতা গ্রুপ, জোরদার প্রস্তুতি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : আগামী ৩ সেপ্টেম্বর গণেশ পুজো। আর প্রথমবারের মতো গণেশ পুজো করতে জোরদার প্রস্তুতি শুরু করেছে করিমগঞ্জের সিদ্ধিদাতা গ্রুপ। চরবাজার ওয়ার হাউস মাঠে বৃহৎ বাজেটের এই পুজোর আয়োজন করছে সিদ্ধিদাতা গ্রুপ। পুজোর আয়োজনে যাবতীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে গ্রুপের কর্মকর্তারা।
স্থানীয় মৃৎশিল্পী প্রদীপ পাল শৈল্পিক ছোঁয়ায় গণপতি বাপ্পার বিশাল প্রতিমা তৈরির কাজও চলছে জোরকদমে। পুজোর দিন রকমারি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ। ৩ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে শুরু হবে পুজোর। এদিন সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ।

এ প্রসঙ্গে পুজো কমিটির সদস্যরা বলেন, প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বাজেটের উপর ভিত্তি করে এই পুজোর আয়োজন করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় এড়াতে নিয়োগ করা হবে স্বেচ্ছাসেবক বাহিনীও। কিন্তু এবার প্রথমবারের মতো শহরের বিগ বাজেটের এই গণেশ পুজোর আয়োজনে আলাদা কিছু চমক থাকার ধারণা করছেন শহরবাসী।
