জাঁকজমক ভাবে সম্পন্ন হল ক্লাব ইচ্ছেডানার শারদ সম্মান ২০২৪
শুভ দাস, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। দিকে দিকে আলোর রোশনাই। এরই মাঝে সেরা পুজোগুলিকে খুঁজে নিল ক্লাব ইচ্ছেডানা। তুলে দেওয়া হল শারদ সম্মান। গত ১০ বছরের এই ট্র্যাডিশনকে সামনে রেখে ক্লাব ইচ্ছেডানার এই জমজমাট আয়োজনে বিভিন্ন ক্যটাগরিতে পুরষ্কার দিল ক্লাব ইচ্ছেডানা। শিলচর দশভুজা হোটেলে এক জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল “শারদ সম্মান, বিভিন্ন নৃত্যসংস্থার অসাধারণ নৃত্যউপস্থাপন অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়, যারা ছিলেন, নৃত্য ভারতী কলা কেন্দ্র, নির্বাণ, নুপুর নৃত্যালয় করিমগঞ্জ, নটরাজ নৃত্যালয়ম ডান্স অ্যাকাডেমি, নিনাদ গুরুকুল এবং
মুকুল নৃত্য সংস্থা, দ্য ফিট ফিমেল, এই সংস্থা গুলোর নৃত্যানুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে। তারপর তুলে দেওয়া হয় এ বছরের শারদ সম্মান, সেরা শাস্ত্রীয় প্রতিমা-পদ্মনগর বিলপার দুর্গাপূজা কমিটি। সৌজন্যে- হোপ ফাউন্ডেশন রণজিৎ ভট্টাচার্য স্মারক সেরা জনপ্রিয় পুজো- অম্বিকাপুর চৌরঙ্গী দুর্গাপূজা কমিটি, শুভেন্দ্র নাথ দাস ও সুধাংশু বালা দাস স্মারক সেরা আধুনিক প্রতিমা-অল মেডিক্যাল সেলস পিপল অ্যাসোসিয়েশন দুর্গাপূজা কমিটি, সেরা সাবেকি প্রতিমা-চণ্ডীচরণ রোড হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি সৌজন্যে শিবালয় এনজিও উপেন্দ্রচন্দ্র কুড়ি স্মারক সেরা শৈল্পিক প্রতিমা-প্রথমপল্লী দূর্গা পূজা কমিটি তারাপুর, সেরা আলোক সজ্জা-মধ্য শহর দুর্গাপূজা কমিটি সৌজন্যে পিয়া রায়বর্মন, প্রভাস কুমার রায় স্মারক সেরা পরিবেশবান্ধব পুজো -তরুণ ক্লাব দুর্গাপূজা কমিটি, সৌজন্যে টুম্পা রায় গোস্বামী, ডঃ সুধাংশু শেখর নাথ স্মারক, সেরা সৃজনশীল প্রতিমা-শ্যামাপ্রসাদ রোড শিলং পট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটি, বিমল জ্যোতি দত্ত স্মারক সেরা মন্ডপ সজ্জা- উধারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি
সেরা থিম পুজো- ডে লাইট ক্লাব পূজা কমিটি সৌজন্যে মানষী নন্দী বিষ্ণু দে স্মারক, সেরা ঐতিহ্যবাহী পুজো- অম্বিকাপুর পূর্ব পাড়া হাসপাতাল রোড পুজো কমিটি চারুবালা দাস সেরা শোভাযাত্রা- দক্ষিণ বিলপার (পাবলিক স্কুল রোড) দুর্গাপূজা কমিটি, মনিন্দ্রা নাথ দত্ত, সুরমা দত্ত স্মারক সেরা জীবনমুখী পূজো- দক্ষিণ অম্বিকাপুর দুর্গাপূজা কমিটি।
হীরা চাঁদ পাটোয়া স্মারক সেরা সামাজিক পুজো- দক্ষিণ লিঙ্ক রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি, মণিকা গুপ্ত, সেরা নিয়ম-শৃঙ্খলা পূজো শরৎপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, অনিমা দাস স্মারক সেরা মহিলা পুজো, মহিলা মিতালী সংঘ, মালতি পাল স্মারক সেরার সেরা পুজো শিলচর-আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটি,সেরার সেরা পুজো হাইলাকান্দি- নতুনপাড়া দুর্গা পূজা কমিটি স্পনসর এ আশ্বাস এনজিও
সেরার সেরা পুজো করিমগঞ্জ শহরতলী সার্বজনীন দুর্গাপূজা কমিটি স্পনসর এ বিশভা ফার্মা।
তারপর ফেসবুকের মাধ্যমে যে প্রতিযোগিতা রাখা হয় সেখানে পুজোর সেরা মুখ (পুরুষ) দিলু দাস, পুজোর সেরা মুখ (মহিলা) সুনন্দা রায়, পুজোর সেরা রাজজোটক মৌসুমী দেব পাল এবং পল্লব পাল তারা পুরস্কৃত হন। সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা দেব, ইন্দ্রাণী সাহা, অভিজিৎ দেব, অলকা দেব, মহুল মিত্র, সাগরিকা সাহা, ইন্দ্রাণী ভট্টাচার্য, অরুন্ধতী গুপ্ত, রঞ্জিতা সিনহা, গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব দে।