বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : শ্রীভূমি সীমান্ত দিয়ে সাতজন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এই সাতজনের মধ্যে রয়েছে তিন শিশু, তিন নারী এবং একজন যুবক। কাছাড় পুলিশ তাদের শ্রীভূমি সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাকের ব্যবস্থা করে।
এই পুশব্যাকের বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন। তবে ওই সাতজন বাংলাদেশি না রোহিঙ্গা—সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি।
বিশেষ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর কাছাড় জেলার হিলাড়া রেলস্টেশন থেকে এই সাতজনকে আটক করা হয়। তারা বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে হায়দরাবাদে চলে গিয়েছিল। পরে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে ১৩ ডিসেম্বর হিলাড়া রেলস্টেশনে নামার পরই পুলিশ তাদের আটক করে।


