শিলচর মেডিক্যালের অটো স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব ইউনিয়ন

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা।শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুংঘুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুংগুর আউট পোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে ঘুংঘুর মেডিক্যাল অটো স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান।

শিলচর টাউন অটো ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুংঘুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান, ১৯৯৭ সাল থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সামনে সড়কের পাশে তাঁদের অটো স্ট্যান্ড রয়েছে। কিন্তু ওই এলাকায় স্থায়ী ভাবে আরিফ উদ্দিন লস্কর ওরফে নেহার জোরজবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে। অভিযুক্ত নেহার উদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেনি। পরে বাধ্য হয়ে তাঁরা ঘুংঘুর আউট পোস্টে ঘুংঘুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন।

শিলচর মেডিক্যালের অটো স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব ইউনিয়ন

এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতোর সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তাঁরা জানান, এদিন ঘুংঘুর আউট পোস্টের ইনচার্জ তাঁদের কথা দিয়েছেন যে, অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিততে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাঁদের জানিয়েছেন।

Author

Spread the News