আম্বেদকর সেবাশ্রী অ্যাওয়ার্ড পেলেন সোনাবাড়িঘাটের সামসুল ইসলাম

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ড. বিআর আম্বেদকর সেবাশ্রী অ্যাওয়ার্ড পেলেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী সমাজকর্মী সামসুল ইসলাম বড়ভূইয়া ওরফে বুট্টু। ভারতীয় দলিত সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। রবিবার সোনাই বাজারে মাল্টিপারপাস হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টরা ধনেহরির বাসিন্দা সামসুল ইসলাম বড়ভূইয়াকে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামসুল ইসলাম বলেন, সমাজসেবায় নিয়োজিত রাখায় জাতীয়স্থরের পুরস্কার পেয়েছেন। তিনি দীর্ঘদিন রাইট ওয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে মানুষের সেবা করে গেছেন। এছাড়া জনপ্রতিনিধি হিসেবেই সকলকে সাহায্যের মনোভাব নিয়ে কাজ করে গেছেন। গত বছরের ১০ ডিসেম্বর মাসে দিল্লিতে এই পুরস্কার নেওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। ফলে সোনাই ক্লাবের মারফতে আজ তাঁর হাতে বিশিষ্টরা এই পুরস্কার তুলে দিয়েছেন।

আম্বেদকর সেবাশ্রী অ্যাওয়ার্ড পেলেন সোনাবাড়িঘাটের সামসুল ইসলাম

এদিন অ্যাওয়ার্ডটি তুলে দেন সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূইয়া, সোনাইর প্রাক্তন এপি সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর, দুই শিক্ষাবিদ জহির মোহাম্মদ ইকবাল ও বাহারুল ইসলাম লস্কর।

Author

Spread the News