রাঙ্গিরখালের কাজ মন্থর গতি সহ ব্যাপক অনিয়ম, সরব জনগণ

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শিলচর রাঙ্গিরখালের কাজ মন্থর গতি সহ ব্যাপক অনিয়মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ। রবিবার শিলচর রাঙ্গির খালের নব নির্মানের কাজের সংলগ্ন কনকপুরবাসীরা খালটি একপাশের গার্ডওয়ালের কাজটি নির্মীয়মানের ও অতি ধীরগতিতে হওয়ার কারণে প্রতিবাদ জানান স্থানীয় জনগণ। এই বিষয়টিকে কেন্দ্র করে বরাদ্দকৃত ঠিকাদারের অধীনে থাকা কর্মীকে আটক করে সমস্যাটি নিয়ে জিজ্ঞাসাবাদ চালন জনগণ।

রাঙ্গিরখালের কাজ মন্থর গতি সহ ব্যাপক অনিয়ম, সরব জনগণ

প্রতিবাদী জনগণ জানান, ২০২২ সালের ভয়াবহ বন্যার কারণে সাধারণ মানুষের ব্যাপকহারে ক্ষয়-ক্ষতি ঘটেছিল, যার দরুন শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতার দরুন শিলচরের খালগুলো খনন সহ দুই পাশে গার্ডওয়ালের কাজের বিশাল প্রকল্পটি বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা‌ সরকার। কিন্তু বিগত দুইবছর থেকে বরাদ্দকৃত ঠিকাদার কনক সংঘ ক্লাবের পিছনে দিক, মনসা মন্দিরের পিছনের দিক এবং শ্যামানন্দ লেনের পিছনে দিকে থাকা গার্ডওয়ালের কাজটি বিগত দুই বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে কিসের স্বার্থে! অথচ এই খালের নির্মাণের জন্য তিনটি জায়গায় ক্লাব সহ মন্দিরকে ভেঙে ফেলা হয়। তবুও কাজটির অঙ্গ হিসেবে গার্ডওয়ালের নির্মানের ক্ষেত্রে এত ধীরগতিতে কীসের জন্য কাজ করছেন বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদার এমনি প্রশ্ন তুলেন প্রতিবাদীরা। সেই সঙ্গে  বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে আগামী ৭২ ঘণ্টা সময় বেধে কাজের গার্ড ওয়ালটি নির্মাণের জন্য, তা না হলে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দেন ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রনজিৎ রায়,কানু পাল, সঞ্জীৎ রায়, কানু পাল, সঞ্জীৎ মান্তু পাল, কুটুস দেবনাথ, জুয়েল বনিক, সৌরভ বণিক, বিট্টু পাল, সুমন রায় সহ অন্যান্যরা।

রাঙ্গিরখালের কাজ মন্থর গতি সহ ব্যাপক অনিয়ম, সরব জনগণ

Author

Spread the News