ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা: রাহুল
২৯ জানুয়ারি : মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যোগীর প্রশাসনকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি রাহুলের অভিযোগ, ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যোগীর প্রশাসন। যার জেরেই মর্মান্তিক এই ঘটনা। মহাকুম্ভে অবিলম্বে এই ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার আবেদনও জানিয়েছেন রাহুল।

