পাথারকা‌ন্দির খা‌লপা‌র গ্রা‌মের ঐ‌তিহা‌সিক সপ্তরথ উৎসব ১৬ই, প্রস্তু‌তি চূড়ান্ত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : আগা‌মী ১৬ জুলাই পাথারকা‌ন্দির খা‌লপার গ্রা‌মে ১৯৪তম ঐতিহাসিক সপ্তরথ উৎসব অনুষ্ঠিত হবে। এ‌তে খালপার গ্রা‌মের লা‌গোয়া সাতগ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেঁকুরগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম ও নয়াডহরের সাত‌টি সুস‌জ্জিত রথ খালপার গ্রা‌মে মিলিত হ‌বে। এই রথযাত্রা উপল‌ক্ষে প্রতি বছরই ভক্ত‌দের উপ‌চে পড়া ভিড় প‌রিল‌ক্ষিত হয়। ব‌সে বিশাল মেলাও।

এ‌ই ম‌হোৎসব‌টি সর্বাঙ্গ সুন্দরভা‌বে পাল‌নের জন‌্য ব‌্যাপক আ‌য়োজ‌নে মে‌তে‌ছেন আ‌য়োজক ক‌মি‌টি। রথযাত্রায় যা‌তে কোন বিঘ্ন না ঘ‌টে তার জন‌্য আগাম প্রশাস‌নের সহ‌যো‌গিতা কামনা করা হ‌য়ে‌ছে ক‌মি‌টির প‌ক্ষে। পাশাপা‌শি রথযাত্রায় উপ‌স্থিত থাকার জন‌্য জেলাশাসক, বিধায়ক সহ এলাকার বি‌শিষ্টজন‌দের ই‌তিম‌ধ্যে আমন্ত্রন জানা‌নো হ‌য়ে‌ছে আ‌য়োজকদের প‌ক্ষে। এ‌দি‌নের এই সপ্তরথ যাত্রা অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলাশাসক মৃদুল কুমার যাদব সহ অন‌্যরা। এ‌তে সকল সনাত‌নি ভক্ত‌দের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন খালপার উন্নয়ণ কমিটি।

Author

Spread the News