৪ আগস্ট থেকে মাতৃভূমির ফুটবল আসর, প্রস্তুতি সম্পন্ন

উদ্বোধনী ম্যাচ খেলবে ইন্ডিয়ান ফুটবল ক্লাব ও নতুনবাজার এফসি

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : আগামী ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে মাতৃভূমির ফুটবল আসর। এ দিন মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্ট ধলাই বিএনএমপি স্কুলের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান ফুটবল ক্লাব ও নতুনবাজার এফসি। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় ও ফিফা রেফারি মৃণাল রায়।

টুর্নামেন্টে দু’টি গ্রুপ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ১৬টি ও ‘বি’ গ্রুপে ১৬টি দল রয়েছে। উদ্বোধনী ম্যাচ হবে ‘এ’ গ্রুপের। ‘বি’ প্রথম ম্যাচ হবে ৮ আগস্ট। খেলবে জামালপুর এফসি ও ইলেভেন ব্রাদার্স এফসি। আইএফএ নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে।

৪ আগস্ট থেকে মাতৃভূমির ফুটবল আসর, প্রস্তুতি সম্পন্ন

উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দললে দেওয়া হবে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা। প্রতিটি খেলায় থাকবে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার। নগদ ২০০০ টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের।

Author

Spread the News