চিন্ময়কৃষ্ণের অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মৃত্যু আইনজীবীর
২৬ নভেম্বর : ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই তাঁর মুক্তির দাবিতে তাঁর অনুগামীরা বিক্ষোভে নামেন। চট্টগ্রামে হিন্দুদের এক প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে সইফুল ইসলাম আলিফ আলম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলায় ৮ জন আহত হয়েছেন বলে খবর। এলাকার জেনারেল হাসপাতালে ১৯ জনকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে।