উত্তর কৃষ্ণপুরের ভুয়া চিকিৎসক রহিম উদ্দিন লস্করকে গ্রেফতার করল পুলিশ
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : অবশেষে পুলিশ গ্রেফতার করলো শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডো বাসিন্দা রহিম উদ্দিন লস্কর (৪৫) নামে ভুয়ো চিকিৎসককে। ডাঃ আর ইউ লস্কর হিসেবে বিশেষ পরিচিত এই ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে দু’দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।
রহিম উদ্দিনকে পুলিশ আটক করেছিল মঙ্গলবার। প্রাথমিক জিজ্ঞাসা বাদের পর বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এদিনই তাকে পেশ করা হয় আদালতে। এরপর আদালতের অনুমতিতে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। জানা গেছে, পুলিশ ইতোমধ্যে ডাঃ আর ইউ লস্কর নামে তার ব্যবহৃত প্রেসক্রিপশন এবং বিভিন্ন সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে। এদিকে, রহিম উদ্দিন গ্রেফতার হওয়ার পর শহরের একাংশ চিকিৎসকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, শহরের বেশ কয়েকজন নামজাদা চিকিৎসকের সঙ্গে রহিম উদ্দিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। রোগীরা রহিম উদ্দিনের কাছে যাওয়ার পর কিছুদিন চিকিৎসা চালিয়ে যদি তার পক্ষে রোগ কমানো সম্ভব না হতো তবে তিনি “রেফার” করে দিতেন নির্দিষ্ট ওই কয়েকজন নামজাদা চিকিৎসকের কাছে। আর এই “রেফার” বাণিজ্যের নামে তার কাছে পৌঁছে যেত কমিশনও। অবশ্য শুধু কমিশনের মধ্যেই যে দু পক্ষের সম্পর্ক সীমিত ছিল এমন নয়। রহিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে রোগীদের চিকিৎসা করা নিয়ে কেউ অভিযোগ করলে সেসব চাপা দেওয়ার ব্যবস্থা করে দিতেন ওই নামজাদা চিকিৎসকরা। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসছিল দু’পক্ষের কারবার।