পিলিক চৌধুরী : জয় দিয়ে শুরু করল কাছাড়ের ফুটবল দল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : পিলিক চৌধুরী মেমোরিয়াল আন্তঃজেলা অনূর্ধ্ব ১৫ স্কুল ফুটবলে জয় দিয়ে অভিযান শুরু করল কাছাড় জেলার চ্যাম্পিয়ন ফুটবল দল সুরেশ চন্দ্র দেব বিদ্যাপীঠ। গুয়াহাটিস্থিত স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া (সাই) মাঠে মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী দিন তারা বড় ব্যবধানে হারায় বজালিকে। ৫-০ গোলে। ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই ৫ গোল তুলে নেয় বিদ্যাপীঠ।

জোড়া গোল করেন ভিকি সিন্দাই। যথাক্রমে ৬ ও ১৪ মিনিটে। রোলেনও করেন দু গোল। ৯ ও ১৬ মিনিটে। অন্যটি গোলটি করেন সিমেয়ন। ম্যাচের ১৮ মিনিটে। বুধবার দ্বিতীয় ম্যাচে শিবসাগরের বিরুদ্ধে খেলবে শিলচরের বিদ্যাপীঠ দল।

পিলিক চৌধুরী : জয় দিয়ে শুরু করল কাছাড়ের ফুটবল দল

Author

Spread the News