পানিসাগর পুলিশের জালে ইয়াবা ট্যাবলেট সহ বাজারিছড়া যুবক

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : অসম থেকে ত্রিপুরা পাচারের পথে উত্তর ত্রিপুরার পানিসাগর পুলিশের হাতে ধরা পড়লো অসমে এক পাচারকারী। রবিবার রাত দশটা নাগাদ পানিসাগর থানার পুলিশের চেকিং পয়েন্টে ধরা পড়ে ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী যুবক।

জানা গেছে, এএস ০১বিওয়াই ০১৯৮ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি চেকিং পয়েন্ট পৌছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিনমাফিক তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ির দরজার ভেতরে গোপন ভাবে লুকিয়ে রাখা ৭৫০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ও একজন ডিসিএমের উপস্থিতে গাড়িতে তল্লাশি চলায় পুলিশ। আটক পাচারকারী করিমগঞ্জের বাজারিছড়া থানা এলাকার রতন নমঃশূদ্র। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবজারে মূল্য চার কোটি টাকার মতো হবে বলে ধারনা।

পানিসাগর পুলিশের জালে ইয়াবা ট্যাবলেট সহ বাজারিছড়া যুবক
পানিসাগর পুলিশের জালে ইয়াবা ট্যাবলেট সহ বাজারিছড়া যুবক

Author

Spread the News