করিমগঞ্জে শিবিরে দেড়শো রোগীর চিকিৎসা নিউরো বিশেষজ্ঞ সম্বুদ্ধের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন স্কুলের প্রাঙ্গনে, দেড়শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন বরাক উপত্যকা তথা উত্তরপূর্বাঞ্চলের অন্যতম নিউরো চিকিৎসক ডাঃ সম্বুদ্ধ ধর। রবিবার লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ এবং খুশি স্মৃতি সংস্থা করিমগঞ্জ ও নর্থ ইষ্ট ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স (নেইন্স) এর ব্যবস্থাপনায় বিনামুল্যে একটি নিউরো চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়ে ছিলো।স্বনামধন্য শিলচর মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান বিখ্যাত চিকিৎসক সম্বুদ্ধ ধর বিনামুল্যে নার্ভের রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে নার্ভের টেস্ট এনসিভি এবং ইইজি পরীক্ষা করানো হয়।
এদিন প্রথমে উনাকে উত্তরীয় ও মহাপুরুষদের ছবি দিয়ে বরণ করেন বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ,শ্রীশ্রী রাধা বিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির পক্ষ সহ সভাপতি ডা, দূর্বাদল দাস, সুলেখা দত্ত চৌধুরী,সুজিত রায় প্রমুখ। অনুরূপ ভাবে লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন শিখা দে, শঙ্কর বণিক এবং করিমগঞ্জ খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন সৌমিত্র পাল, পার্থ দাস রুপোর কলম উপহার দিয়ে বরণ করেন সংস্থার উপদেষ্টা সুব্রত চৌধুরী। এদিন স্বাস্থ্য শিবিরের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ডাঃ সম্বুদ্ধ ধর, আয়োজক কমিটির পক্ষ থেকে শিখা দে, অরূপ রায় প্রমুখ।