নাজিরবাজার পানপট্টি সর্বজনীন কালীপূজা কমিটির শতবর্ষে পা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : নাজিরবাজার পানপট্টি সর্বজনীন কালীপূজা কমিটির শতবর্ষ পূর্তি উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই আলাদাভাবে আয়োজন করেছে পুজো। পূজা মণ্ডপ সহ মূর্তি পরিবেশ বান্ধবের থিমের উপরে সাজানো হয়েছে। অন্যদিকে আলোক সজ্জাটিও সবুজে পরিণত করা হয়েছে। বক্তব্যে কালীপূজা কমিটির উপদেষ্টা দুলাল ঘোষ বলেন, গাছ কাটা চলছে যার প্রভাব পরিবেশের উপর বিরাটভাবে আঘাত আনছে, সেই বিষয়টিকে মাথায় রেখে এই বারের কালীপূজার থিমটি পরিবেশ বান্ধব করা হয়েছে,যাতে দর্শনার্থীরা পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হন এবং আগামী প্রজন্ম আবহাওয়ায় বাস করতে পারেন।
দু’দিনই সন্ধ্যার পর ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কুন্দন প্রজাপতি, সহ-সভাপতি সিদ্ধার্থ দত্ত, সম্পাদক সৌরভ পাল ও সপ্তদীপ দত্ত, কোষাধ্যক্ষ শ্রীনিবাস পাল ও বিজন রক্ষিত প্রমুখ।