বিস্ফোরক ভর্তি ট্রাক ছিনতাই নকশালপন্থীর
২৯ মে : ওড়িশার রাউরকেল্লায় ভয়াবহ কাণ্ড! সেনাবাহিনীর বিস্ফোরক ভর্তি ট্রাক ছিনতাই করে পালাল নকশালপন্থীরা। এই ঘটনায় রীতিমতো ঘুম উড়েছে প্রশাসনের। নকশালরা আবারও নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাল। বুধবার নকশালরা দেড় টন বিস্ফোরক বোঝাই ট্রাক লুট করে পালিয়ে যায়।
যা ঝাড়খণ্ড এবং ওড়িশা পুলিশ প্রশাসনকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই সেনাবাহিনীর ট্রাকটি রাউরকেলার কেবলং থানা এলাকা দিয়ে বাঁকো পাথর খনির দিকে যাচ্ছিল। তখনই নকশালরা ট্রাকটি থামিয়ে, চালককে জিম্মি করে। এবং জোর করে ট্রাকটি সারান্ডার ঘন জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর আর ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর, ঝাড়খণ্ড এবং ওড়িশা পুলিশ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছেন।
বর্তমানে ভারতের অনেক রাজ্যে নকশালবাদ একটি গুরুতর চ্যালেঞ্জিং প্রশাসনের জন্যে। যার মধ্যে বিশেষ করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং মহারাষ্ট্রের কিছু অংশ রয়েছে।
