মাতৃভূমির ভাষা শহিদ দিবস পালন

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ মে : মর্যাদা সহকারে মাতৃভাষা শহিদ দিবস পালন করল ধলাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃভূমি। সোমবার কার্যালয়ে শহিদদের স্মরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিতাংশু দাস ১৯৬১ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সুদূরপ্রসারী তাৎপর্য বিশদে তুলে ধরেন। তিনি সেই সময়ের সরকারি কমিশনের রিপোর্ট প্রকাশ এবং তার সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। একই সঙ্গে, বরাক উপত্যকার সরকারি কাজকর্মসহ সর্বস্তরে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহারের প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে সিতাংশু দাস আরও বলেন, “১৯শে মে কেবল একটি গতানুগতিক দিবস পালনের বিষয় নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের চেতনা প্রতিক হওয়া উচিত। নিজেদের অধিকার সম্পর্কে সর্বদা সজাগ থাকার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে।”

এক তাৎপর্যপূর্ণ দাবি উত্থাপন করে মাতৃভূমি সম্পাদক শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘ভাষা শহিদ স্টেশন’ রাখার প্রস্তাবটি কার্য়কর করার দাবি করেন ।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও ভাষা শহিদ দিবসের তাৎপর্য এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সভামঞ্চে বারবার ‘বাংলা ভাষা’র জয়ধ্বনি ও বিভিন্ন স্লোগান ধ্বনিত হয়, যা সমগ্র পরিবেশকে এক আবেগঘন শ্রদ্ধার আবহে মুখরিত করে তোলে।
মাতৃভূমির এই উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রখ্যাত শিল্পী মৈত্রেয়ী দাশ সহ অন্যান্য গুণী শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পা দাস, শঙ্কর ভট্টাচার্য, চপল কুমার দাস, প্রদীপ পাল, দেবব্রত পাল, শিখা লস্কর, সুমা দাস, জুমা পাল, লীলা পুরকায়স্থ এবং অশোককুমার দাস প্রমুখ।

মাতৃভূমির ভাষা শহিদ দিবস পালন

Author

Spread the News