মহাকুম্ভ : ক্ষমা চেয়ে মোদির বার্তা

২৭ ফেব্রুয়ারি : ৪৫ দিন ধরে চলা মহাকুম্ভ বুধবার শেষ হয়েছে। ৬৫ কোটিরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। তবে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মেলা চত্বরে কমপক্ষে ৬ বার আগুন লেগেছে। কয়েক’শো তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু তাই-ই নয়, মৌনী অমাবস্যার দিন পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে মহাকুম্ভে। জখম হয়েছে কমপক্ষে ৬০ জন। মহাকুম্ভ শেষ হওয়ার পর মানুষের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, এত বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা খুব একটা সহজ কাজ নয়। আয়োজনে ভুলত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা চাইছি।

এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লিখেছেন, আমি জানি, এত বিশাল অনুষ্ঠান আয়োজন করা সহজ ছিল না। আমি মা গঙ্গার কাছে প্রার্থনা করি…মা যমুনা…মা সরস্বতী…হে মা, আমাদের পুজোয় যদি কোনও ত্রুটি থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিন…জনসাধারণ আমার কাছে ঈশ্বরের প্রতিভূ। যদি আমি তাঁদের সেবা করতে ব্যর্থ হয়ে থাকি, তাহলে আমি জনসাধারণের কাছেও ক্ষমা চাইছি। যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। তিনি লিখেছেন, উত্তর প্রদেশের একজন সাংসদ হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে যোগীজির নেতৃত্বে সরকার, প্রশাসন এবং জনগণ ঐক্যের এই মহাকুম্ভকে সফল করেছে।

https://x.com/narendramodi/status/1894973807393415682?t=y1tqjahFUO-uJhM6AA9ZBg&s=19

মহাকুম্ভ আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, কেন্দ্র হোক বা রাজ্য, এখানে কোনও শাসক বা প্রশাসক ছিল না, প্রত্যেকেই ছিলেন ভক্তিতে পরিপূর্ণ সেবক। আমাদের পরিচ্ছন্নতা কর্মী, আমাদের পুলিশ সদস্য, আমাদের সহকর্মী নাবিক, চালক, খাবার রাঁধুনি, সকলেই এই মহাকুম্ভকে সফল করার জন্য পূর্ণ নিষ্ঠা এবং সেবার মনোভাব নিয়ে নিরন্তর কাজ করেছেন। বিশেষ করে, প্রয়াগরাজের বাসিন্দারা এই ৪৫ দিনে অনেক অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও যেভাবে ভক্তদের সেবা করেছেন, তা অতুলনীয়। আমি প্রয়াগরাজের সকল বাসিন্দা, উত্তর প্রদেশের জনগণকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই।

https://x.com/narendramodi/status/1894973807393415682?t=urbkqg560eBQogDA9qA4bA&s=19

যুবসমাজের প্রশংসা শোনা গিয়েছে নরেন্দ্র মোদির কণ্ঠে। তিনি লিখেছেন, আজকের ভারতের তরুণ প্রজন্ম প্রচুর সংখ্যায় প্রয়াগরাজে পৌঁছেছে। এই মহাকুম্ভে অংশগ্রহণের জন্য ভারতের তরুণদের এগিয়ে আসা একটি বিশাল বার্তা। এটি এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে ভারতের তরুণ প্রজন্ম আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বাহক এবং মহান এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বোঝে। যুবসমাজ এর প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ও নিবেদিতপ্রাণও।

মহাকুম্ভ যে ভিড়ের নিরিখে নতুন রেকর্ড তৈরি করেছে, সেটাও মনে করিয়ে দিতে ভোলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির বার্তা, প্রয়াগরাজে, কল্পনার চেয়ে অনেক বেশি সংখ্যক ভক্ত সেখানে পৌঁছেছিলেন। প্রশাসন পূর্ববর্তী কুম্ভের অভিজ্ঞতার ভিত্তিতেও এই সংখ্যা অনুমান করেছিল। আমেরিকার জনসংখ্যার প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ মহাশকুম্ভে অংশগ্রহণ করেছিলেন এবং ডুব দিয়েছিলেন। আধ্যাত্মিক ক্ষেত্রে গবেষণারত ব্যক্তিরা যদি কোটি কোটি ভারতীয়র এই উৎসাহ অধ্যয়ন করেন, তাহলে তাঁরা দেখতে পাবেন, ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত। এক নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে আমাদের দেশ। আমি বিশ্বাস করি, এটি সেই যুগের পরিবর্তনের ধ্বনি, যা ভারতের জন্য একটি নতুন ভবিষ্যৎ রচনা করতে চলেছে।

মহাকুম্ভ : ক্ষমা চেয়ে মোদির বার্তা

Author

Spread the News