৩১ ডিসেম্বরের মধ্যে হাইলাকান্দি জেলার সব প্রকল্প শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার সব বিভাগের প্রকল্প গুলির রুপায়নের কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে, সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে সব বিভাগের এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগকে চা-বাগান এলাকায় মোবাইল মেডিক্যাল ইউনিট দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেন। কৃষি বিভাগকে আজ পর্যন্ত রবিশস্যের বীজ বণ্টনের তালিকা দাখিলের নির্দেশ দেন। এগুলি বণ্টন প্রক্রিয়া পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। জলসেচ বিভাগকে কাটাখাল এবং ধলেশ্বরী নদী ভিত্তিক বিরাট সেচ প্রকল্প হাতে নিতে নির্দেশ দেন মন্ত্রী।
মৎস্য বিভাগকে আসন্ন মার্চ থেকে জুলাই পর্যন্ত। মাছের প্রজননকালীন সময়ে কোনা পোনামাছ না ধরতে প্রসারনকে কঠোর পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি চা বাগানের পতিত জমি এবং অমৃত সরুবর এলাকায় মৎস্য উৎপাদনের প্রকল্প হাতে নিতে বলেন। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগে নিষ্ক্রিয় জব কার্ড গুলি বাতিল করতে নির্দেশ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ৯৫ দিনের মধ্যে সম্পূর্ণ করতেও ব্যবস্থা নেবার নির্দেশ দেন। ফরেস্ট বিভাগকে বনাঞ্চলে জনজাতি সম্প্রদায়ের লোকের অধিকার সুনিশ্চিত করতে পরামর্শ দেন।

সভায় জানানো হয়েছে হাইলাকান্দি- ধোয়ারবন্দ ২৪ কিলোমিটার কসম মালা সড়কের বিশ শতাংশ কাজ এগিয়েছে। বুধবারের সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সব বিভাগের প্রকল্প গুলি সরকারি নীতি-নিয়ম এবং গাইডলাইন মেনে দ্রুতর রূপায়নের নির্দেশ দেন। সভায় দুই বিধায়ক জাকির হোসেন লস্কর এবং নিজাম উদ্দিন চৌধুরী সহ জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এবং বিজেপির দুই নেতা কল্যাণ গোস্বামী ও স্বপন ভট্টাচার্য অংশ নেন।
